VP Election INDIA Candidate: উপরাষ্ট্রপতি নির্বাচন জমিয়ে দিতে আসরে নেমেছে ইন্ডিয়া জোটের দলগুলি। জোর জল্পনা, ইসরোর এক বিজ্ঞানী-কে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করতে পারে ইন্ডিয়া জোট। তামিলনাড়ুর শাসক দল ডিএমকে (DMK) ইসরোর প্রাক্তন অধিকর্তাকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ইন্ডিয়া জোটের দলগুলির কাছে প্রস্তাব করেছে বলে খবর। কংগ্রেস তাতে সায় দিয়েছে বলে দাবি। (খবরটি এখানে প্রথম প্রকাশিত হয়)। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী ঠিক করতে বৈঠকে বসেছে ইন্ডিয়া জোটের দলগুলি।
তামিলনাডু়র দুই ব্যক্তির মধ্যে হতে পারে উপরাষ্ট্রপতি নির্বাচন
ইসরোর সেই বিজ্ঞানী ইন্ডিয়া জোটের প্রার্থী হতে রাজি হলে, তামিলনাড়ুর দুই ব্যক্তির মধ্যে হতে চলেছে আগামী ৯ সেপ্টেম্বরের উপরাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে তামিলনাড়ুর বাসিন্দা তথা মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেছে। সংখ্যার বিচারে এনডিএ প্রার্থীর উপরাষ্ট্রপতি নির্বাচনে জয় নিয়ে কোনও সংশয় নেই। শেষ পর্যন্ত ইসরোর সেই বিজ্ঞানী প্রার্থী হতে না চাইলে, ডিএমকে চায় তাদের দলের রাজ্য়সভার ৩০ বছরের সাংসদ তিরুচি শিবা-কে ইন্ডিয়া জোটের প্রার্থী চান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
'তামিলনাড়ু কার্ডে' হচ্ছে প্রার্থী দেওয়া!
উপরাষ্ট্রপতি নির্বাচনে 'তামিলনাড়ু কার্ড' খেলেছে এনডিএ। তামিলনাড়ুর বাসিন্দা সিপি রাধাকৃষ্ণণ-কে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী এক ঢিলে অনেক পাখি মারতে চেয়েছে বিজেপি। রাধাকৃষ্ণণকে সমর্থন না করলে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-র বিরুদ্ধে তামিল বিরোধী তকমা জুড়ে দিতে পারবে এনডিএ। সেই অস্ত্রেই ইন্ডিয়া জোটকে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে ধরাশায়ী করতে চেয়েছে বিজেপি। কিন্তু ডিএমকে এবার তামিল অস্ত্রেই পাল্টা চাল দিতে চলেছে। আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির 'ফাঁদে'পা দিল না এমকে স্ট্যালিনের দল। কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের দলগুলির কাছে মুখ্যমন্ত্রীর স্ট্যালিনের ডিএমকে দাবি জানায় উপরাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী যেন তামিলনাড়ু থেকেই কেউ হয়।