Delhi Becomes Most Polluted City: দিওয়ালির পর আর শীতের মুখে বায়ুদূষণে বিপর্যস্ত দেশের রাজধানী দিল্লি। গোটা দুনিয়ার এক নম্বর দূষণ পরিমাপক সংস্থার বিচারে মহালজ্জার মুকুট পরল দিল্লি। মার্কিন সংস্থার নির্ধারক মাপের ভিত্তিতে এখন দুনিয়ার সবচেয়ে বায়ুদূষিত শহর হল দিল্লি। দিল্লির বায়ুর মান অতি বিপজ্জনক মাত্রার চূড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে। বায়ুদূষণ নিয়ে এই লজ্জার তালিকায় থাকা দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুই পাকিস্তানের শহর লাহোর ও করাচি এখন দিল্লির থেকে অনেকটাই পিছিয়ে। সব মিলিয়ে দিল্লিকে এখন গোটা বিশ্বের বায়ুদূষণের রাজধানী বলা যায়।
বিশ্বের সবচেয়ে দশটি দূষিত দশটি শহরই এশিয়ায়
মার্কিন সংস্থার তথ্য বলছে, দিল্লির বাতাসের সামগ্রিক গুণগত মানের সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৫২৯। সেখানে লাহোর ও করাচিতে AQI যথাক্রমে ৩৩২ ও ২৩৫। তালিকায় ৯ নম্বরে আছে কলকাতা (১৪৯ একিউআই)। প্রথম দশে থাকা বিশ্বের বায়ুদূষিত তালিকায় সব কটিই এশিয়ার শহর। চিনের ৩টি (সাংহাই, উহান ও গাংঝাউ) ভারতের ২টি (দিল্লি, কলকাতা), পাকিস্তানের ২টি (লাহোর ও করাচি), কাতার (দোহা), সৌদি আরব (রিয়াধ) ও বাহারিনের (মানামা) ১টি করে শহর আছে বিশ্বের সবচেয়ে বায়ুদূষিত শহরের তালিকায়। দুবাই রয়েছে বিশ্বের দূষিততম শহরে তালিকার ১২ তম স্থানে।
দেখুন খবরটি
🇮🇳 Delhi has the worst air quality in the world today!
Source: IQAir pic.twitter.com/mczJSRqeDx
— World of Statistics (@stats_feed) November 1, 2025
দিওয়ালির পর থেকেই দিল্লির বাতাসের মান অনেকটা খারাপ হতে শুরু করেছে
দিওয়ালির পর দেশের রাজধানী শহরে বায়ুর মান আরও খারাপ হয়েছে তা পরিষ্কার। দিল্লিতে দীপাবলি বা দিওয়ালির পর থেকেই টানা দশদিন শ্বাসকষ্ট, কাশি, চোখ-নাক জ্বালার সমস্যা বেড়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও দারুণ বাড়া লক্ষ্য করা গেছে। দিল্লি-এনসিআরের ভয়াবহ দূষণ পরিস্থিতিতে কড়া সতর্কতা বিশেষজ্ঞদের। দেশের খ্যাতনামা ফুসফুস বিশেষজ্ঞ এবং PSRI ইনস্টিটিউটের চেয়ারম্যান ডঃ গোপী চাঁদ খিলনানি জানিয়েছেন, যাঁদের দীর্ঘদিনের শ্বাসকষ্ট বা ফুসফুসজনিত সমস্যা রয়েছে, তাঁদের এখনই ৬-৮ সপ্তাহের জন্য দিল্লি ছেড়ে চলে যাওয়া উচিত। বাড়তি দূষণের দীর্ঘমেয়াদি প্রভাব প্রাণহানির আশঙ্কা হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।