দিল্লি, ১৪ অগাস্ট: স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষ্যে নিরাপত্তার মোড়কে দিল্লি (Delhi) । রেড ফোর্টে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে ১০ হাজার পুলিশ। সেই সঙ্গে রয়েছে ক্যামেরার নজরদারি। স্বাধীনতা দিবস উপলক্ষ্য়ে ১০ হাজার ফেসিয়াল রিকগনিশন ক্যামেরার (মুখ দেখে চিনতে পারা) নজরদারি রয়েছে। ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড ফোর্ট থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনও ধরনের ঘাটতি না হয়,সেদিকে রাখা হয়েছে কড়া নজর। পুলিশের কথায়, দিল্লি থেকে হরিয়ানার নুহ-এর দূরত্ব বেশি নয়।
সম্প্রতি নুহ-তে হিংসার জেরে তার প্রভাব দিল্লির উপরও কিছুটা পড়ে। ফলে নুহ-এর হিংসার জেরে কোনওরকম অশান্তি যাতে স্বাধীনতা দিবসে না হয়, সেদিকে কড়া নজর রয়েছে দিল্লি পুলিশের।
মঙ্গলবার ১৫ অগাস্ট উপলক্ষ্য়ে সাজো সাজো রব দিল্লি। কোভিড ১৯-এর জেরে গত দু বছর জেরে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছিল নিয়মের কড়াকড়ি। কোভিড বিধিনিষেধকে দূরে সরিয়ে এবার পুরোদমে স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে গোটা দেশ।