হিন্দিবলয়ে ক্ষমতার রাজনীতির বৃত্ত থেকে ছিটকে গিয়েছে কংগ্রেস। আর কংগ্রেসের বেনজির পতনের জ্বলন্ত উদাহরণ হল উত্তরপ্রদেশ। যোগীরাজ্যে সাইন বোর্ডে পরিণত হয়েছে হাতশিবির। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে ইউপি-তে খালি জমি ছাড়তে নারাজ রাহুল গান্ধী। মিডিয়ার একপক্ষ প্রচার, বিজ্ঞাপন যাই বলুক যোগীরাজ্যে মোদীবিরোধী হাওয়া ক্রমশ তীব্র হচ্ছে। কংগ্রেস হাইকমান্ডকে এমনই রিপোর্ট দিলেন ইউ পি-র দলীয় নেতারা।
যোগীরাজ্যে সম্মানজনক ফল করতে হলে বিএসপি-কে ইন্ডিয়াজোটের শরিক বানাতে হবে। অখিলেশ যাদবের সঙ্গে সমন্বয়সাধন করে বিজেপি-র বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। ইউপি-র কংগ্রেস নেতারা দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে এমন রিপোর্ট জমা দিয়েছেন। উত্তরপ্রদেশের কোনও এক আসন থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সভাপতি খাড়গেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার অনুরোধ জানিয়েছেন ইউপি-র নেতারা।
ইন্ডিয়াজোটের শরিক হতে মায়াবতীর সঙ্গে কথা বলবেন কংগ্রেসের শীর্ষ নেতারা। ইউপি-র নেতাদের এমন আশ্বাস দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। প্রসঙ্গত ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস মাত্র একটি আসনে জয় লাভ করে। সোনিয়া গান্ধী রায়বারেলি থেকে জিতলেও আমেথি থেকে পরাস্ত হন রাহুল গান্ধী।