সপ্তাহখানেকে মধ্যে জামিন পেলেন গগনপ্রীত কৌর। দিল্লির রিং রোডে বিএমডব্লুউ গাড়ি দুর্ঘটনায় (Delhi BMW Accident Case) কেন্দ্রীয় অর্থ সচিবের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় মূল অভিযুক্ত গগনপ্রীতকে শনিবার পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়। সেখানেই ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। এদিন গগনপ্রীতের জামিনে শর্ত আরোপ করেছে আদালত। অভিযুক্তকে পাসপোর্ট জমা রাখার নির্দেশ ও শুনানি চলাকালিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। যদিও মৃতের পরিবারের আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।
শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় গগনপ্রীতকে
এদিন আদালতের তরফে মোট তিনটি শর্ত আরোপ করা হয়েছে গগনপ্রীতের উদ্দেশ্যে। এরমধ্যে অন্যতম অভিযুক্ত যে হাসপাতালে আহতদের নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ নিউ লাইফ হাসপাতালের কোনও চিকিৎসক বা কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। এদিন শুনানি চলকালিন গগনপ্রীতের আইনজীবী আদালতে বলেন, দিল্লি পুলিশ এখনও দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ পেশ করেনি। পেশ করা হলে স্পষ্ট হত যে অভিযুক্ত আহতদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। তারপরেও তাঁকে খলনায়ক বানানো হয়েছে।
দিল্লিতে গাড়ি দুর্ঘটনা
প্রসঙ্গত, গত সপ্তাহে গুরগাঁওয়ের বাসিন্দা গগনপ্রীত কৌর তাঁর স্বামীকে নিয়ে দিল্লির রিং রোডে বেলাগাম গতিতে বিএমডব্লুউ গাড়ি চালাচ্ছিলেন। আর সেই গাড়ির ধাক্কা লাগে একটি স্কুটিতে। গাড়ির ধাক্কায় মৃত্যু হয় নভজ্যোত নামে এক ব্যক্তির। যিনি অর্থমন্ত্রকের সচিব হিসেবে কর্মরত ছিলেন। গুরুতর আহত হন তাঁর স্ত্রী। মৃতের পরিবারের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা করানো হয়েছে।