চলতি বছররে শুরুর দিকে উত্তরপ্রদেশে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় এক সাংবাদিকের। ঘটনাটি ঘটেছিল সীতাপুরে (Sitapur)। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ২ অভিযুক্তের খোঁজ শুরু করে। অবশেষে তাঁদের খোঁজ পাওয়া যায় বৃহস্পতিবার সকালে। গোপনসূত্রে খবর পেয়েই সীতাপুরের পিসওয়া এলাকায় তল্লাশি অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ। পুলিশ দেখেই তাঁরা বন্দুক দিয়ে হামলা চালায়। পাল্টা এনকাউন্টার করে পুলিশও। আর তাতেই নিহত হয় দুজন। ইতিমধ্যেই তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পালাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু

অভিযুক্তদের নাম রাজু ওরফে রিজওয়ান এবং সঞ্জয় ওরফে অখিল। জানা যাচ্ছে, দীর্ঘদিন লুকিয়ে থাকার পর সম্প্রতি তাঁরা ডেরা ছেড়ে বেরোয়। আর সেই খবরই আগে থেকে পেয়ে যায় পুলিশ। এদিন এলাকায় নিজের বাড়িতে যাচ্ছিল রাজু ও সঞ্জয়। আর সেই সময়ই তাঁদের নজরে আসে পুলিশের গাড়ি। তাতেই বাইক নিয়ে পালাতে শুরু করে দুজনে। সেই সঙ্গে গুলিও চালায় তাঁরা। পাল্টা রাজু, সঞ্জয়কে আটকাতে গুলি চালায় পুলিশও। আর তাতেই গুরুতর জখম হলে পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

উত্তরপ্রদেশের সাংবাদিককে খুন

গত ৮ মার্চ দিনেদুপুরে প্রকাশ্যে সাংবাদিক রাঘবেন্দ্র বাজপেয়ীকে (৩৫) লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়েছিল রাজু ও সঞ্জয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার দিন দুপুরে সীতাপুরে হাইওয়ে বাইকে করে যাচ্ছিলেন রাঘবেন্দ্র। সেই সময় দুজনে পেছন থেকে তাঁর ওপর গুলি চালায়। গুলি লাগে পিঠে ও ঘাড়ে। গুলির ঘায়ে মৃত্যু হয় তাঁর। তিনি একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।