Representational Image (Photo Credits: Pixabay)

বেসরকারি হাসপাতালে চিকিৎসার প্রয়োজন। এদিকে সেই খরচ মেটানোর মতো সামর্থ নেই। আর সেই সমস্ত রোগীর পরিবারদের বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য একটি প্রতারণা চক্র ঘুরে বেরাচ্ছে হাসপাতালের আশেপাশেই। তাঁরা খোদ মুখ্যমন্ত্রী দফতর থেকে চিঠি নিয়ে আসছেন আপনার জন্য। যার জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। সেই চিঠি হাসপাতাল কর্তৃপক্ষকে দেখালেই মিলবে বিনামূল্যে চিকিৎসা। এমন দৃশ্য বাংলায় নয়, দেখা যাচ্ছে বিজেপিশাসিত রাজ্য দিল্লিতে (Delhi)। ঘটনাটি সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই এই চক্রে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হতেই দারস্থ হয় পুলিশের

জানা যাচ্ছে, সম্প্রতি এক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য একটি রোগীর পরিবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার একটি চিঠি জমা দেয়। চিঠিতে কিছু সন্দেহজনক বিষয় লক্ষ্য করলে হাসপাতালের তরফ থেকে থানায় যোগাযোগ করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে লেটারপ্যাডটি সম্পূর্ণ ভুয়ো। আর তারপরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।

বাকিদের খোঁজে জারি রয়েছে তদন্ত

ঘটনার তদন্তে নেমে রবিবার সকালে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর থেকে উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরের একাধিক ভুয়ো লেটারপ্যাড। এছাড়া জাল পরিচয়পত্র এবং জাল নম্বর প্লেটও উদ্ধার করেছে পুলিশ তদন্তে নে পুলিশ জানতে পেরেছে এদের একটি বড় চক্র রয়েছে, যাঁরা গরীব মানুষদের থেকে টাকা দিকে চিঠি দিত। তবে শেষমেশ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা না পেয়ে তাঁরা প্রতারিত হয়েছে।