কোচি, ৭ নভেম্বর: ক মাসে আগে জগদীপ ধনখড়কে নিয়ে বাংলায় যেরকম রাজনৈতিক উত্তাপ ছড়াত, এখন সেই অবস্থা বামশাসিত কেরলে। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে বাম সরকারের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরই মধ্যে কেরলের রাজ্যপাল কেরলের দুই স্থানীয় সংবাদমাধ্যম 'কৈরালি টিভি এবং 'মিডিয়া ওয়ান টিভি'-কে বয়কট করলেন।
কোচিতে এক সাংবাদিক সম্মেলনে 'কৈরালি টিভি' ও 'মিডিয়া ওয়ান' টিভির সংবাদ প্রতিনিধিদের উদ্দেশ্য রাজ্যপাল বললেন, ' যদি 'কৈরালি টিভি' ও 'মিডিয়া ওয়ান' টিভির কেউ থেকে থাকেন তাদের সঙ্গে আমি কথা বলব না।' এরপর তাদের সেখান থেকে চলে যেতে বলেন কেরলের রাজ্যপাল। রাজ্যপালের এমন বক্তব্যের পর কেরলের রাজনীতিতে ঝড় উঠেছে। আরও পড়ুন-জওহর-সিলভাসা রোডে দুটি রাষ্ট্রীয় পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত কমপক্ষে ২০ জন জানাল পালঘর পুলিশ
দেখুন ভিডিও
#WATCH | "If anybody from Kairali TV and Media One TV channels is here, I won't talk to you. I there is anybody from these two channels please get out," said Kerala Governor Arif Mohammed Khan during a press briefing in Kochi, earlier today pic.twitter.com/aZap8BJRLv
— ANI (@ANI) November 7, 2022
কেরলের বাম সরকারকে বিব্রত করায় রাজ্যপালের ঘুরিয়ে সমালোচনা করছে ওই দুটি টিভি চ্যানেল। এমনই অভিযোগ কেরলের বিজেপি কর্মীদের।