
Sonu Sood: খাবারে থুতু দেওয়াকে সমর্থন করিনি, বিতর্কের পর যোগী সরকারের প্রশংসা সোনু সুদের
সোনুর এই পোস্টের বিরোধিতার ঝড় ওঠে। বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াত তীব্র কটাক্ষ করে সোনু-কে কাঠগড়ায় তোলেন। অনেকেই লেখেন, তাহলে থুতু দেওয়া সেই রুটিটা সবার আগে সোনুকে পাঠানো হোক।
