Rahul Gandhi (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ২৫ মার্চ: সাংসদ পদ খারিজ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) সাফ জানালেন, যাই হোক, তিনি পিছু হটবেন না। সাংসদ তকমা হারানোর পরদিন রাহুল বললে, এখনও পর্যন্ত আমি আদানিকে নিয়ে একটা প্রশ্ন করেছি। আমায় যাই করা হোক, আমি প্রশ্ন করে যাবো।"

পাশাপাশি রাহুল বলেন, আমি এর আগেও বহুবার বলেছি আমাদের দেশে গণতন্ত্রের ওপর আঘাত হানা হচ্ছে। প্রতিদিন তার উদাহরণ আমরা দেখছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আদানির সম্পর্ক নিয়ে আমি প্রশ্ন করেছিলাম। আর সেটা করে যাবো।"এদিকে, রাহুল গান্ধী ইস্যুতে দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। আরও পড়ুন- দেশে বাড়ছে করোনার দাপট

দেখুন টুইট

দেখুন টুইট

দেখুন টুইট

 

My speech made in Parliament was expunged, and later I wrote a detailed reply to the Lok Sabha Speaker. Some ministers lied about me, that I sought help from foreign powers. But there is no such thing I have done. I will not stop asking questions, I will keep questioning the… pic.twitter.com/0QmWKs6Xc0

রাহুলের দাবি, বিদেশ সফরে তিনি কখনই বাইরের শক্তির সাহায্য চাওয়ার কথা কথা বলেননি। কিছু মন্ত্রী তাঁর বিরুদ্ধে মিথ্যা বলছেন। আমার প্রশ্ন করা তাতে থামানো যাবে না।

কেরলের ওয়ানাড়, যেখান থেকে জিতে রাহুল সাংসদ হন সেখানে বড় বিক্ষোভ হয়। মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটকেও বিক্ষোভ চলছে।