বিধানসভা নির্বাচনের আগেই শুক্রবারই হরিয়ানা কংগ্রেসে যোগ দিলেন বজরং পুনিয়া (Bajrang Punia) এবং ভিনেশ ফোগাটের মতো কুস্তিগীররা। কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ হয় দুজনের। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে খবর ভেসে আসছিল হরিয়ানার নির্বাচনে লড়বেন এই দুই কুস্তিগীর। যদিও আজ অফিসিয়ালি যোগদানের পর এখনও তাঁরা কোন আসনে লড়বেন সেটা নিশ্চিত করেননি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে পুনিয়া ও ফোগাটের যোগদান নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুপু করে দিয়েছে বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ মনোহর লাল খট্টরের (Manohar Lal Khattar) মতে, কুস্তিগীরদের বিক্ষোভ নিয়ে এটাই প্রমাণিত যে ওই আন্দোলন কংগ্রেসদের ইন্ধনেই হয়েছিল।
এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে বজরং পুনিয়া অবশ্য বলেন, যখন আমরা যন্তর মন্তরের সামনে আন্দোলন করছিলাম। তখন খট্টর সাহেবে মতো বিজেপি নেতারা কোথায় ছিলেন? সেই সময় আমরা খট্টর সহ বাকি বিজেপি সাংসদদের চিঠি পাঠিয়েছিলাম। তখন তো উনি আমাদের সমর্থন করেছিলেন। এখন কি তাহলে ব্রিজ ভূষণ শরণ সিংকে উনি সমর্থন করছেন? দেশে যখনই কোনও অন্যায় হচ্ছে, তখন কংগ্রেস তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সেটা কৃষক আন্দোলন হোক বা খেলোয়াড়দের আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার হয়েছে কংগ্রেস। আমি ভাগ্যশালী যে এই দলে আমরা জায়গা পেয়েছি।
#WATCH | Delhi | After joining Congress today, Bajrang Punia says, "I am glad that today I am standing with a party which has been fighting against injustice..."
On being asked what will be his focus if the party gives him an election ticket, Bajrang Punia says, "We will work on… pic.twitter.com/TKJA19tcvC
— ANI (@ANI) September 6, 2024