ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোরের (Indore) একটি বেসরকারি স্কুল। শুক্রবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে ধানা কানাদিয়া এলাকায় অবস্থিত শিশুকুঞ্জ ইন্টারন্যাশনাল স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ। বিস্ফোরণের জেরে স্কুলে অগ্নিকাণ্ডের মতো কোনও ঘটনা না ঘটলেও আহত হয়েছে কমপক্ষে ৫ জন পড়ুয়া। তাঁদের উদ্ধার করা হয় স্কুলের কেমিস্ট্রি ল্যাব থেকে। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও কারোরই চোট সেভাবে গুরুতর নয়। তাই আপাতত চিকিৎসা চলছে।

হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিকার ফেটে ঘটে দুর্ঘটনা

জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে ক্লাস সেভেনের পড়ুয়াদের রয়াসন বিজ্ঞানের ক্লাস চলছিল। সেই সময়ই আচমকা ভয়ঙ্কর আওয়াজ হয় স্কুল চত্বরে। স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি থানায় খবর দেওয়া হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে হাইড্রোক্লোরিক অ্যাসিডযুক্ত একটি বিকার বিস্ফোরিত হয়, যার ফলে দুর্ঘটনাটি ঘটেছে।

ঘটনাস্থল খতিয়ে দেখছে পুলিশ

এদিকে ঘটনার পর স্কুলের বাকি পড়ুয়াদের বাইরে বের করে আনা হয়। স্কুলে আর কোনও বিপদ আছে কিনা, তা থতিয়ে দেখছে তদন্তকারীরা। সেই সঙ্গে কারোর গাফিলতিতে দুর্ঘটনাটি ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনার পর আতঙ্কিত বাকি পড়ুয়ারা।