মর্মান্তিক ঘটনা ঘটল হায়দরাবাদে (Hyderabad)। দোকান থেকে জিনিস কিনে নিজের হোস্টেলে ঢুকতে গিয়ে জলের ট্যাঙ্কে পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। জানা যাচ্ছে, ২২ বছরের শেখ আকমল গাছিবোলি এলাকার হোস্টেলে থাকত। সম্প্রতি সে দোকান থেকে কিছু কিনে হোস্টেলের পার্কিং লটের ওপর দিয়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎই বাড়ির আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্কে পড়ে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়া
ওয়াটার ট্যাঙ্কের মুখটি খোলা থাকবে, সম্ভবত সে আন্দাজ করতে পারেননি। পেশায় আইটি সংস্থার কর্মী আকমল পড়ে গিয়ে ডাকাডাকি করলে হোস্টেলের মালিক এবং তাঁর স্ত্রী বাঁচানোর চেষ্টা করে। বেশ কয়েকঘন্টা পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা আকমলকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ।
Caught On Camera: Hyderabad Man Falls Into Underground Water Tank, Dies
READ MORE- https://t.co/lSQ6Nlr3XF#ViralVideo #Hyderabad #Viral pic.twitter.com/QS6X3YOBgc
— TIMES NOW (@TimesNow) April 23, 2024
অন্যদিকে, গত সপ্তাহে ঠিক এমনই ঘটনা ঘটে লখনউতে। ১৯ বছর বয়সী এক যুবক রিল বানাতে গিয়ে আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্কে পড়ে যায় এবং তাঁর মৃত্যু ঘটে। শিবাংশ আগারওয়াল নামে ওই যুবক লখনউ মিউনিসিপ্যাল কর্পোরেশনের জলের ট্যাঙ্কে বেসামাল পড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।