Aadhar-Pan Card (Photo Credits: Wikimedia Commons)

মুম্বই, ৩১ মার্চ: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। আজকের মধ্যেই আধার নম্বরের সঙ্গে প্যান সংযোগ (PAN-Aadhaar Link) না করালে জরিমানা দিতে হবে। অর্থ মন্ত্রক (Finance Ministry) জানিয়েছে, ৩১ মার্চ ২০২২-র মধ্যে প্যান-আধার সংযাগ না করলে পরের দিন ১ এপ্রিল থেকে তিন মাস পর্যন্ত ৫০০ টাকা জরিমানা এবং তারপর থেকে ১ হাজার ফি দিতে হবে। যদিও নন-লিংক প্যান ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত চালু থাকবে।

যদিও ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করাতে পারবেন গ্রাহকরা।আয়কর সংক্রান্তে যাবতীয় কার্যবিধি ঠিকভাবে পূরণ করার জন ই প্যান আধার লিংকের প্রয়োজন। যাঁরাই প্যান কার্ড রেখেছেন, তাঁদের প্রত্যেককেই আধার লিংক করাতে হবে। মন্ত্রক এই কাজ বাধ্যতমূলক করেছে।

অনলাইনে কীকরে আধার প্যান লিংক করবেন?

  • প্রথমে আয়কর দপ্তরের ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in এ ক্লিক করুন।
  • সেখানে লিংক আধার অপশনে ক্লিক করুন।
  • এবার সঠিকভাবে সম্পূর্ণ আধার নম্বর, প্যান নম্বর ও আধার কার্ডে থাকা নাম সেখানে টাইপ করুন।
  • তারপর বয়স ও অন্যান্য বিবরণ সেখানে টাইপ করুন।
  • এবার যাবতীয় বিবরণ খুঁটিয়ে দেখে নিন।
  • এরপর লিংক আধার বাটনে ক্লিক করুন।