নয়াদিল্লিঃ শরীরে বাসা বেঁধেছে এইচআইভি (HIV)। কেন এমন রোগ দিলেন ঈশ্বর(God)? অভিমানে একের পর মন্দিরে চুরি যুবকের। মন্দিরের প্রণামীর বাক্স থেকে লুট টাকা। ইতিমধ্যেই ধৃত যুবককে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের দুর্গ জেলায়। ২০১২ সালে চুরির দায়ে গ্রেফতার হন ওই যুবক। সেই মামলায় বিচারক তাঁকে কারাদণ্ডে নির্দেশ দেন। এরপর জেলে থাকাকালীন এইচআইভিতে আক্রান্ত হন তিনি। এরপরই ঈশ্বরের উপর ক্ষোভ বাড়ে।
ছত্তিশগরের মন্দিরে চুরি, গ্রেফতার এইচআইভি আক্রান্ত
জেল থেকে বেরিয়ে এলাকার একের পর এক মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স লুট করতে থাকেন তিনি। সম্প্রতি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাঁকে ধরে ফেলে পুলিশ। তদন্তে নেমে জানা গিয়েছে, স্কুটারে চেপে চুরি করে বেড়াত ওই যুবক। সিসিটিভিতে বোঝা না যাওয়ার জন্য চুরির আগে পোশাক বদলে ফেলতেন তিনি। কিন্তু অবশেষে পুলিশের জালে ধরা পড়েন তিনি। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি সাফ জানান, ভগবানের উপর প্রতিশোধ নিতে চুরি করতেন তিনি। অভিযুক্তের কথায়, "এটাই আমার প্রতিশোধ। ঈশ্বরকে তাঁর জায়গাটা দেখিয়ে দিতে ভাল লাগত।"
কেন এইচআইভি হল? ঈশ্বরের উপর অভিমানে একের পর এক মন্দিরে চুরি যুবকের
HIV Positive Man Robs Chhattisgarh Temples, Calls It 'Revenge Against God'https://t.co/NnZrbOdDIh pic.twitter.com/hwFFcj9q7y
— NDTV (@ndtv) August 30, 2025