Himanta Biswa Sharma (Photo Credit: Twitter)

গুয়াহাটি, ২৪ জুলাই: দেশের মুসলিম (Muslim) জনসংখ্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। অসমের (Assam) মুখ্যমন্ত্রী দাবি করেন, ২০৪১ সালের মধ্যে অসমের মুসলিম জনসংখ্যা হিন্দু জনসংখ্য়ার সমান হয়ে যেতে পারে। যা দেশের ডেমোগ্রাফি বদলে দেবে। অর্থাৎ ২০৪১ সালের মধ্যে যেভাবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাবে, তার জেরেই রাজ্যের ডেমোগ্রাফিক পরিবর্তন হবে বলে মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী। এই বিষয়ের উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন অসমের মুখ্যমন্ত্রী।

সাম্প্রতিক একটি পরিসংখ্যানে প্রকাশ পায়, ভারতে মুসলিম জনসংখ্যা ২০৬০ সালের মধ্যে ৩৩ কোটিতে পৌঁছে যেতে পারে। ২০৬০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা যদি এই হারে বৃদ্ধি পায়, তাহলে তা ভারতকে বিশ্বের সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে চিহ্নিত করবে। তবে সংশ্লিষ্ট ওই প্রতিবেদনে গোটা ভারতের সম্ভাব্য বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। সেখানে অসমের কথা পৃথকভাবে কিছু উল্লেখ করা হয় নি।

তবে ওই পরিসংখ্যানের পর এবার অসমের মুসলিম জনসংখ্যার বৃদ্ধি নিয়ে মন্তব্য করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।