সিমলা, ৬ নভেম্বর: হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে দলীয় ইস্তাহার প্রকাশ করল বিজেপি। হিমাচলে ফের সরকারে ফিরলে ঢালা প্রতিশ্রুতি দিল শাসক দল। বিজেপি-র ইস্তাহারে হিমাচলে পর্যায়ক্রমে ৮ লক্ষ কর্মসংস্থান দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হল। ৮ লক্ষ কর্মসংস্থানের মধ্যে থাকছে সরকারী চাকরিও। জেপি নাড্ডার রাজ্যে ধর্মীয় স্থান, পর্যটন ক্ষেত্র সহ রাজ্যের পরিকাঠামোগত কাজের জন্য দশ বছরে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে ঘোষণা করলেন। হিমাচলে ধর্মীয় পর্যটনে জোর দিতে 'হিমতীর্থ'সার্কিট গড়ে তোলা হবে বিজেপি-র ইস্তাহারে প্রকাশ।
হিমাচলে পাঁচটি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওপর জোর দেওয়া হবে বলেও জানা হয়েছে। রাজ্যে বেআইনি ওয়াকফ সম্পত্তি নিয়ে তদন্ত করা হবে বলেও ইস্তাহারে ঘোষণা করা হয়েছে। আরও পড়ুন-বায়ু দূষণের জেরে জেরবার রাজধানী দিল্লি, প্রতিদিন কমছে এয়ার কোয়ালিটি ইনডেক্স মাত্রা (দেখুন ভিডিও)
দেখুন ছবিতে
BJP national president JP Nadda releases the party's manifesto for #HimachalPradeshElections in Shimla.
CM Jairam Thakur, state party chief Suresh Kashyap, Union Minister Anurag Thakur and others present. pic.twitter.com/NKE4gXQ8Uh
— ANI (@ANI) November 6, 2022
মহিলা ভোটের কথা মাথায় রেখে পৃথক ইস্তাহার করা হয়েছে। হিমাচলে মহিলাদের ইস্তাহারে বলা হয়েছে, সরকারী চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ চাকরি সংরক্ষণের ব্যবস্থা করা হবে। বিজেপি ভোটে জিতলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর কিশোরী, তরুণী পড়ুয়াদের বিনামূল্য সাইকেল দেওয়ার ঘোষণা করা হয়েছে। উচ্চশিক্ষায় যাওয়া মহিলাদের স্কুটি দেওয়ার কথাও বিজেপির ইস্তাহারে বলা হয়েছে। হিমাচলে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে নাড্ডা ছাড়াও হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সহ দলের শীর্ষ নেতারা।
হিমাচলের ৬৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ এক দফায়। ভোট হবে ১২ নভেম্বর। ফল ঘোষণা ৮ ডিসেম্বর।