Rahul Gandhi, Tejashwi Yadav. (Photo Credits: Congress@X)

Bihar Elections 2025: আসন সমঝোতা নিয়ে তুমুল বিরোধের কারণে গত কয়েক দিন বিহারে একেবারে ছন্নছাড়া দেখাচ্ছিল বিরোধী মহাগঠবন্ধন বা INDIA জোটকে। লালুপ্রসাদ যাদবের আরজেডি, কংগ্রেস, বামেদের মধ্যে কিছুতেই কয়েকটি আসন নিয়ে সমঝোতা হচ্ছে না। আলাদা আলাদা প্রার্থী ঘোষণা করেছে আরজেডি, কংগ্রেস ও বামদলগুলি। কংগ্রেস ও আরজেডি দুটি দলই দশটি আসনে প্রার্থী দিয়েছে। এমনকী ঝাড়খণ্ড লাগোয়া বেশ কিছু আসনে ভাল প্রভাব থাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) ইন্ডিয়া জোটে সামিল হলেও তারাও ১০টি আসনে প্রার্থী দিয়েছিল। তবে দিওয়ালির দিন বিহারে বিরোধী জোটের নেতারা নিজেদের মধ্য়ে বিরোধী কিছুটা হলেও মিটিয়ে নিলেব। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়ে দিলেন বিহারে কোনও আসনে তার দল লড়বে না। জেএমএম প্রার্থী দিলে নিশ্চিতভাবেই বিরোধ জোটের ভোট ভাগাভাগিতে ঝাড়খণ্ড লাগোয়া অন্তত ১৫-২০টি আসনে সুবিধা পেয়ে যেত বিজেপি বা এনডিএ জোট।

১৪৩টি আসনে লড়বে আরজেডি, কংগ্রেস প্রার্থী দিচ্ছে ৬১টি-তে, ৪টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই

মহাগঠবন্ধনের চূড়ান্ত আসন সমঝোতায় আরজেডি ১৪৩টি, কংগ্রেস ৬১, সিপিআইএমএল ২০টি, সিপিআই ৯টি, সিপিএম ৪টি ও ভিআইপি পার্টি ১৫টি আসনে লড়বে। ৪টি আসনে 'বন্ধুত্বপূর্ণ' লড়াই হবে আরজেডি ও কংগ্রেসের মধ্যে। এই চারটি আসন হল সিকান্দারা, কহেলগাঁও, সুলতানগঞ্জ ও  বৈশীালী। মুঙ্গের আসনে'বন্ধুত্বপূর্ণ' লড়াই হবে আরজেডি ও ভিআইপি পার্টির মধ্য়ে। বিহারের বাকি ২৩৮টি আসনে মহাগঠবন্ধনের মধ্যে কোনও সমস্য়া নেই বলে দাবি করলেন তেজস্বী যাদব।

কংগ্রেসের সঙ্গে আলোচনায় এবার খুশি তেজস্বী যাদব

কংগ্রেসের সঙ্গে আরজেডি নেতা তেজস্বী যাদবের মূলত ১০-১৫টি আসনে প্রার্থী দেওয়া নিয়ে বিরোধ হচ্ছে। সূত্রের খবর, এদিন সকালে মল্লিকার্জুন খাড়গের সঙ্গে লালুপ্রসাদ যাদব ও তেজস্বীর সঙ্গে কথা হওয়ার পর আটটি আসন নিয়ে সমাধান সূত্র মিলেছে। খুব শীঘ্রই তেজস্বীর সঙ্গে রাহুল গান্ধীর যৌথ নির্বাচনী সভারও আয়োজন করার চেষ্টা চলছে। প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রাও বিহারে জোর প্রচার করতে ময়দানে নামছেন। লালু-তেজস্বী ও সোনিয়া-রাহুলরা একটা বিষয়ে একমত, কিছুতেই বিহারে বিজেপিকে খালি জমা ছাড়া হবে না। আরজেডি আত্মবিশ্বাস এবার তাদের ফল ভাল হবে।

এনডিএ শিবিরে আসন সমঝোতা হলেও বেশ কিছু আসনে প্রার্থী দেওয়া নিয়ে অসন্তোষ রয়েছে

মহাগঠবন্ধনের থেকে নিজেদের অনেক গুছিয়ে নিয়েছে বিজেপির নেতৃত্বে লড়া এনডিএ। তবে বেশ কিছু আসনে প্রার্থী নিয়ে এনডিএ শিবিরে ক্ষোভ রয়েছে। ২৪৩ আসনের বিহার বিধানসভায় এনডিএ-র ছাতার তলায় আসন সমঝোতা করে বিজেপি ও নীতীশ কুমারের জেডি (ইউ) ১০১টি করে কেন্দ্রে লড়বে। সেখানে এনডিএ-র বাকি তিনটি দল আরএলজেপি (রামবিলাস) ২৯টি, হিন্দুস্থান আওয়ামি মোর্চা (HAM) ও রাষ্ট্রীয় লোকসমতা পার্টি ৬টি করে আসনে লড়বে।