দিল্লির আইএমডি অধিকর্তা কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন পরবর্তী ৭ দিনের জন্য উত্তর-পশ্চিম ভারতে কোনও তাপপ্রবাহের সম্ভাবনা নেই, তবে আবহাওয়ার পূর্বাভাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি হতে পারে বলে আশা করা হচ্ছে। উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশকে প্রভাবিত করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে মে মাসের প্রথমার্ধে তাপপ্রবাহের অবস্থা মাঝারি ছিল। পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনার কারণে আগামী ৭ দিন সেখানে কোনো তাপপ্রবাহের সম্ভাবনা নেই। হরিয়ানা, দক্ষিণ হরিয়ানা, দিল্লি এনসিআর, পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তর-পূর্ব রাজস্থানের উপর দিয়ে ধুলো বাতাস বইছে। এর পিছনে প্রধান কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা পার হয়ে যাওয়ায় প্রবল বাতাস বইছে।
Heatwave conditions in the first half of May were less severe due to Western disturbances that affected parts of northwest India. As the next western disturbance is approaching northwest India, for the next 7 days, we are not expecting heatwave conditions there. But the… pic.twitter.com/zI5MADhN4n
— ANI (@ANI) May 16, 2023