তদন্ত চলছে (ছবিঃANI)

নয়াদিল্লিঃ এ যেন মৃত্যুপুরী! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরসে (Hathras) ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ১১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। চিকিৎসাধীন বহু। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল (Hospital) সূত্রের খবর। সৎসঙ্গে ভিড়ে চাপা পড়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। হাথরসের সিকান্দারা রাউ শহরে বিশেষভাবে তৈরি করা তাঁবুতে সৎসঙ্গে হাজির হয়েছিলেন ভক্তরা। সেখানেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, এটি ছিল 'ভোলে বাবা' নামক কোনও এক ধর্ম প্রচারকের সভা। যাঁর আসল নাম বিশ্ব হরি। ঘটনার পর পলাতক 'ভোলে বাবা', ওরফে বিশ্ব হরি। জানা গিয়েছে, ধর্মীয় গুরুর সঙ্গে দেখা করার জন্য পুণ্যার্থীদের হুড়োহুড়ি শুরু হয় । ধর্মীয় গুরুকে প্রণাম করার জন্য ঝাঁপিয়ে পড়েন ৪০০ থেকে ৫০০ পুণ্যার্থ। এরপরই এই ঘটনা ঘটে।  ইতিমধ্যেই এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুরু হয়েছে তদন্ত। অনুষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। আজ, বুধবার ভোরের আলো ফুটতেই ঘটনাস্থলে হাজির হয়েছে ফরেন্সিক দল। গোয়েন্দা কুকুর দিয়ে চলছে তদন্ত অভিযান। সংগ্রহ করা হচ্ছে নমুনা।

দেখুন ভিডিয়ো