Hathras Stampede

উত্তর প্রদেশের হাথরসের এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ভয়াবহ ঘটনা সরকারী হিসেবে মৃত্যুর সংখ্যা ৮৭ ছুঁল। আলিগড়ের কমিশনার চিত্রা ভি জানালেন, মৃতের সংখ্যা ৮৭ আর জখম ১৮ জন। মৃতদের মধ্যে বেশ কয়েক জন মহিলা ও শিশু রয়েছে৷ মৃতদের পরিবারদের ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার৷

জখমদের সবাই বিপদের বাইরে আছে বলে তিনি জানান। প্রসঙ্গত, হাথরসের সিকান্দ্রা রাউ এলাকার রতি ভানপুর গ্রামে এই দুর্ঘটনা। প্যান্ডেলের নিচে এক ধর্মপ্রচারক তাঁর অনুগামীদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন। তখন সেখানে ছিলেন বহু মানুষ। সেই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই তাঁবু থেকে বের হওয়ার সময় শুরু হয় ঠেলাঠেলি। খবরে প্রকাশ, এই অনুষ্ঠান স্থলে ঢোকার ও বের হয়ে আসার জন্য ড্রেনের উপরে একটি অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল৷ সেই কাঠামোয় ভেঙে পড়ার পরই বিপত্তি, আর তারপর এত বড় দুর্ঘটনা। আরও পড়ুন-হাথরস পদপিষ্টকাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, লোকসভায় ভাষণ থামিয়ে শোকপ্রকাশ মোদীর

দেখুন ভিডিয়ো

এদিন লোকসভায় নিজের ভাষণের থামিয়ে হাথরসের দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। মোদী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সহায়তায় উত্তরপ্রদেশ সরকার উদ্ধার কাজ চালাচ্ছে।