হরিদ্বারঃ উত্তরাখণ্ডের হরিদ্বারে (Haridwar) মনসা দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে মন্দিরে ভিড়ের ঠেলায় পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রাবণ মাসের প্রায় প্রতি দিনই হরিদ্বারের এই মন্দিরে ভক্তের প্রচণ্ড ভিড় থাকে। তেমনই ভিড়ের মধ্যে ঘটে গেল অঘটন।
রবিবার সকাল ৯টার দিকে পদপিষ্টের ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত ৬ জনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন হরিদ্বারের জেলাশাসক। আহত প্রায় ৪০ জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। আহতদের মধ্যে শিশুরাও রয়েছে।
কীভাবে ঘটল পদপিষ্টের ঘটনা?
হরিদ্বারের মনসা দেবী মন্দিরে কীভাবে ঘটল পদপিষ্টের ঘটনা? পুলিশের প্রাথমিক অনুমান, গুজব থেকে গোটা ঘটনার সূত্রপাত। একেই মন্দিরে উপচে পড়া ভিড় ছিল। পুজো দেওয়ার জন্যে পড়েছিল লম্বা লাইন। ভক্তদের ঠেলাঠেলি। এরই মাঝে ভক্তের ভিড়ের মধ্যে খবর ছড়ায়, বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। ব্যাস, তারপরেই আতঙ্কিত ভক্তরা হুড়োহুড়ি কাণ্ড বাধিয়ে দেয়। ছোটাছুটি শুরু করে। হুড়মুড়িয়ে পড়েন কয়েকজন ভক্ত। তাঁদের গায়ে ধাক্কা লেগে পড়েন আরও কিছুজন। দুর্ঘটনার বেশ কিছু ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা) ছড়িয়ে পড়েছ সমাজমাধ্যমে।
ভিড়ের ঠেলায় মনসা দেবী মন্দিরে কী অবস্থা হয়েছিল দেখুন
#BreakingNews | Six people lost their lives in a tragic stampede at Mansa Devi temple in Haridwar
Watch the live coverage on https://t.co/I1izKkxkRK pic.twitter.com/Eugwy5STL0
— Republic (@republic) July 27, 2025
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মন্দির চত্বরে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি (Pushkar Singh Dhami)।