দিল্লি, ৩ অক্টোবর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনে ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করেছে। নিজ্জর খুনের পর যখন দিল্লির সঙ্গে ওট্টাওয়ার তিক্ততা বাড়ছে, সেই সময় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা তেজিন্দ্র পাল সিং বাগ্গা। বিজেপি নেতা নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজ্জরের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে খালিস্তানি জঙ্গির সঙ্গে অন্য এক ব্যক্তির দেখা মেলে। হরদীপ সিং নিজ্জর কি 'সমকামী' ছিলেন বলে প্রশ্ন তোলেন বাগ্গা।
Nijjar was Gay and @JustinTrudeau Trudeau used to like him. But Nijjar ditched Trudeau for someone else. Is this reason for his murder ? pic.twitter.com/4srndZ800J
— Tejinder Pall Singh Bagga (@TajinderBagga) October 1, 2023
শুধু তাই নয়, 'সমকামী' হরদীপকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পছন্দ করতেন। কিন্তু ট্রুডোকে সরিয়ে নিজ্জর অন্য আর একজনকে পছন্দ করতে শুরু করেন। নিজ্জরের খুনের পিছনে কি এই ঘটনাই দায়ি বলে প্রশ্ন তোলেন তেজিন্দ্র পাল সিং বাগ্গা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাগ্গা যখনই নিজ্জর খুন এবং জাস্টিন ট্রুডোকে নিয়ে মন্তব্য করেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়।