Gurugram Highway Horror Video: শনিবার ভোরে দিল্লি-গুরগ্রাম এক্সপ্রেসওয়ে (Delhi-Gurugram Expressway )-তে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ তরুণ-তরুণীর। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন। এই ৬জনেই গাড়িটির ভিতর ছিলেন। ভোর সাড়ে চারটা নাগাদ ঝরসা চৌকের কাছে Thar SUV Crash এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে আসা একটি কালো রঙের মাহিন্দ্রা থার (নম্বর UP 81 CS 2319) সার্ভিস লেন থেকে হাইওয়েতে উঠেই নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি জোরে কংক্রিট ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় একাধিকবার। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি।
দুর্ঘটনাস্থলেই মারা যান চারজন, হাসপাতালের পথে মারা যান এক তরুণী
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান চারজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আরও এক তরুণী। মৃতদের নাম ও বয়স হল-প্রতিষ্ঠা (২৫ বছর), লাভন্যা (২৬), সোনি (বয়স জানা যায়নি), আদিত্য (৩০), গৌতম (৩১)। দুর্ঘটনায় একমাত্র জীবিত, কপিল শর্মা (২৭) গুরুতর জখম অবস্থায় গুরগাঁওয়ের সেক্টর ৩৮-এর মেদান্ত হাসপাতালে ভর্তি। তাঁর মাথায় আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি আশঙ্কাজনক হলেও স্থিতিশীল আছেন।
দেখুন সিসি ক্যামেরার মাধ্যমে পাওয়া দুর্ঘটনার ভিডিও
VIDEO | Gurugram, Haryana: Five people were killed and a person was injured after their Thar SUV crashed into a divider on the Delhi-Gurugram expressway early Saturday. According to the police, Pratishtha (25), Lavnya (26), Aditya (30), Gautam (31), and another woman, Soni, died… pic.twitter.com/9Bsg4OIbpX
— Press Trust of India (@PTI_News) September 27, 2025
গাড়িটি সম্ভবত ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতিতে ছুটছিল
দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন তিনজন মহিলা সহ মোট ৬ জন যাত্রী। সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং আইন পড়ুয়া। পুলিশ জানিয়েছে, গাড়ির গতি ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি ছিল। আপাতত গাড়িটি হেফাজতে নিয়ে ফরেন্সিক পরীক্ষা চলছে। অ্যালকোহল পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। সেক্টর ৪০ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে প্রায় ১০০ মিটার জুড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভোরের কুয়াশার মধ্যে পুলিশ গাড়ির আলোয় থার গাড়ির ভাঙা চুরমার দেহাবশেষ পড়ে আছে।