রবিবার ছটপুজো উপলক্ষে ছুটি ছিল গুজরাটে। সাধারন জনতা ভিড় করেছিলেন গুজরাতের মোরবির জনপ্রিয় কেবল সেতুতে। ঠিক সেই সময় সেতু ছিঁড়ে জলে পড়ে যায়। রাতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা যায় সেতু ভেঙ্গে মাচ্ছু নদীতে পড়ে আছেন অনেকে। কেউ সাঁতার কেটে প্রাণরক্ষা করার চেষ্টা করছেন, কেই ঝুলন্ত ব্রিজের দড়ি ধরে ঝুলে রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স, উদ্ধারকার্যের জন্য বাহিনী, পুলিশ প্রশাসন।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই জানা গেছে এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সকাল থেকেই সেনা বাহিনী ড্রোন দিয়ে উদ্ধারকার্য চালাচ্ছে। সেই ছবি সামনে আসে সংবাদ মাধ্যম সূত্রে-
#WATCH | Gujarat: Drones being used to help in the search and rescue operation in Morbi, following the incident of #MorbiBridgeCollapse
The death toll stands at 132, operation is underway. pic.twitter.com/qlA8BCtnva
— ANI (@ANI) October 31, 2022
জানা গেছে আগামীকাল (১ নভেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সফর কাট ছাঁট করে দুর্ঘটনাগ্রস্থ মোরবি এলাকা পরিদর্শনে যাবেন।
#MorbiBridgeCollapse | Prime Minister Narendra Modi to visit Morbi, Gujarat tomorrow, 1st November. pic.twitter.com/KvD1QBoEtI
— ANI (@ANI) October 31, 2022