আহমেদাবাদ, ৮ মে: এবার গুলি করে খুন করা হল গুজরাটে (Gujarat) বিজেপির এক নেতাকে। গুজরাটের ভালসাদ জেলার বিজেপি (BJP) নেতাকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। সোমবার সকালে গুজরাটে বিজেপির ভালসাদ জেলার নেতা শৈলেশ প্যাটেলকেে গুলি করে খুনের অভিযোগ ওঠে। রাতা গ্রামে সোমবার সকাল ৭টা নাগাদ শৈলেশ প্যাটেলকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে খবর। মন্দিরে পুজোআচ্চা করতে যাওয়ার সময়ই শৈলেশ প্যাটেলকে গুলি করে হত্যা করা হয় বলে জানা যায়। কী কারণে শৈলেশ প্যাটেল নামে ওই বিজেপি নেতাকে খুন করা হল, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে সোমবার সকালে হুলি চালানোর সময় শৈলেশ প্যাটেলের স্ত্রী হত্যাকারীর মুখ দেখেছেন বলে দাবি করেন।
সোমবার সকালে শৈলেশ প্যাটেলের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসে একটি মোটর বাইক। এরপর বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে মৃতের স্ত্রীর দাবি। যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।