GBS Case In Maharashtra (Photo Credit: X@airnewsalerts)

গিয়ান ব্যারে সিনড্রোমের (Guillain-Barre Syndrome) আতঙ্ক যেন কাটতেই চাইছে না। গিয়ান ব্যারে সিনড্রোমে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে মহারাষ্ট্রে (Maharashtra)। এই মুহূর্তে মহারাষ্ট্রের ২০৫ জন আক্রান্ত গিয়ান ব্যারে সিনড্রোমের উপসর্গে। যাঁদের মধ্যে ১৭৭ জনের শরীরে এই ভাইরাস নির্দিষ্টভাবে বাসা বেধেছে। সেই সঙ্গে ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ফলে গিয়া ব্যারে সিনড্রোমে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি আতঙ্কও মানুষের মধ্যে ক্রমাগত বেড়েই চলেছে। গিয়ান ব্যারে সিনড্রোমে মহারাষ্ট্রে যেকজন আক্রান্ত, তার মধ্যে সবেচেয়ে বেশি সংক্রমণের খোঁজ মিলছে পুণে থেকে। পুণে এমসি-তে আক্রান্ত ৪১ জন। পিএমসি এলাকায় আক্রান্ত ৯৪ জন। পিম্পড়ি চিনচিওয়াড়ে আক্রান্ত ২৯ জন। পুণে রুরালে রয়েছেন ৮ জন। সবকিছু মিলিয়ে গযান ব্যারে সিনড্রোমে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।

গিয়ান ব্যারে সিনড্রোমে আক্রান্তের সংখ্যা বাড়ছে...