নায়ডা, ২ সেপ্টেম্বর: খাবার পেতে দেরি হওয়ায় রেস্তোরাঁ মালিককে খুন সুইগির ডেলিভারি বয়ের (Swiggy Delivery Agent)৷ বুধবার এমনই একটি খবরের জেরে জোর শোরগোল শুরু হয়ে যায়৷ নয়ডার জ্যাম জ্যাম রেস্তোরাঁ (Restaurant)মালিকের খুনের ঘটনায় পুলিশ (Police) ৩ জনেক গ্রেফতার করেছে৷ পাশাপাশি এই খুনের ঘটনায় সুইগির ডেলিভারি বয়ের সঙ্গে কোনও যোগ নেই বলেও প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ৷
বুধবার নয়ডার (Noida) জ্যাম জ্যাম রেস্তোরাঁর মালিক সুনীল আগরওয়ালের মৃত্যুর খবরে শোরগোল শুরু হয়ে যায়৷ অর্ডারের খাবার পেতে দেরি হওয়ায় রেস্তোরাঁ মালিককে সুইগির ডেলিভারি বয় খুন করেছে বলে খবর ছড়ায়৷ যে খবরের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করতে নেমে পরপর ৩ জনকে গ্রেফতার করে৷ ধৃতদের নাম বিকাশ চৌধুরী, দেবেন্দ্র এবং সুনীল৷ ধৃতরা ৩ জনেই নিজেদের দোষ স্বীকার করেছে বলে খবর৷
আরও পড়ুন: Noida Shocker: অর্ডারের খাবার পেতে দেরি, রেস্তরাঁ মালিককে খুন করল সুইগির ডেলিভারি বয়
বুধবার বেলা ১২টা ১৫ মিনিটে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গ্রেটার নয়ডায়৷ অর্ডার অনুযায়ী খাবার পেতে দেরি হওয়ায় রেস্তরাঁর মালিককে খুন করে সুইগির ডেলিভারি বয়৷ গ্রেটার নয়ডা মিত্র সোসাইটিতে সুনীল আগরওয়ালের খাবার সরবরাহকারী রেস্তোরাঁ রয়েছে৷ অভিযুক্ত ডেলিভারি বয় সুনীলকে খুন করেই উধাও হয়ে যায় বলে খবর মেলে৷ পুলিশ জানায়, চিকেন বিরিয়ানি, ও লুচি তরকারি নিতে সুইগির এক ডেলিভারি বয় এদিন জ্যাম জ্যাম রেস্তরাঁয় যান৷ চিকেন বিরিয়ানির পার্সেল দেওয়ার পর লুচি, তরকারি কেন তৈরি হয়নি বলে প্রশ্ন তোলেন ওই ডেলিভারি বয়৷ এক দু কথায় দুজনের মধ্যে বচসা শুরু হলে, খুনের ঘটনা ঘটে বলে জানা যায়৷ এরপরই ওই ঘটনা ঘটে৷