দিল্লি, ২৬ জুলাই: ভারতে ৪ জনের শরীরে মাঙ্কিপক্সের (Monkeypox) সংক্রমণ ধরা পড়েছে। যা নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। তবে মাঙ্কিপক্সনিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারও শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ ধরা পড়লে, তিনি যেন এগিয়ে আসেন এবং চিকিৎসা করান। মাঙ্কিপক্সের উপসর্গ ধরা পড়লে, তা লুকিয়ে রাখার কোনও প্রয়োজন নেই। মঙ্গলবার এমনই জানালেন নীতি আয়োগের ডক্টর ভি কে পাল।
ভারতে ৪ জনের শরীরে মাঙ্কিপক্সের লক্ষ্মণ ধরা পড়লেও, তা নিয়ে চিন্তার কিছু নেই। প্রত্যকটি বিমানবন্দরে কড়া নজরদারি শুরু হয়েছে। মাঙ্কিপক্স পরীক্ষার জন্য গোটা দেশে ১৫টি ল্যাবরেটরি খোলা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক বলে জানানো হয় নীতি আয়োগের তরফে।
As of now, there are 4 monkeypox cases in India. Govt has taken proactive measures several weeks ago. Screening is being done at airports. 15 laboratories have been set up. The situation is under control and there is no need to panic: Dr VK Paul, Member (Health), Niti Aayog pic.twitter.com/Xyol4H1TOc
— ANI (@ANI) July 26, 2022
এদিকে দিল্লি (Delhi) এবং কেরল (Kerala) বিমানবন্দরে মাঙ্কিপক্সের জন্য কড়া সতর্কতা জারি করা হয়েছে। বিদেশ ফেরৎ যাত্রীদের উপর যাতে নজর রাখা হয়, সে বিষয়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।