(Photo Credits: PTI/File)

নতুন দিল্লি, ২৯ অক্টোবর: কালীপুজোর আগেই কর্মচারীরা পেয়ে যেতে পারেন প্রভিডেন্ট ফান্ডের সুদ (Provident Fund Interest)। সূত্রের খবর, অর্থমন্ত্রক (Ministry of Finance) ২০২০-২১ অর্থবছরের জন্য প্রভিডেন্ট ফান্ডে ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়ায় অনুমোদন দিয়েছে। কালীপুজোর ঠিক আগে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র পাঁচ কোটিরও বেশি গ্রাহকদের জন্য এটি একটি সুখবর।

গত আর্থিক বছরেরও প্রভিডেন্ট ফান্ডে ৮.৫ শতাংশ হারে সুদ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা ছিল গত ৭ বছরে সর্বনিম্ন। চলতি বছরের মার্চ মাসে শ্রমমন্ত্রীর নেতৃত্বাধীন ইপিএফও-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস (সিবিটি) এবছরও সুদের হার একই রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সুপারিশে প্রায় ছ’মাস পর সায় দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

শুক্রবার একটি সূত্র জানিয়েছে, সুদের হার নিয়ে সুপারিশ অর্থ মন্ত্রক অনুমোদন করেছে এবং এখন ৫ কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে সুদ জমা হবে।