মুম্বইয়ে সোনার দাম ৪০ হাজার ছাড়িয়ে গেল, বলিউডের শহরে ১০ গ্রাম সোনার দাম ৪০,২২০ টাকা
সোনার দামে আগুন। Image Used for Representational Purpose Only | (Photo Credits: File Image)

মুম্বই, ২৬ অগাস্ট:  Gold price at all-time record: সোনার দাম বাড়ার সর্বকালীন রেকর্ড হয়ে গেল। এক ধাক্কায় একেবারে ২৫ শতাংশ বাড়ল সোনার দাম। সর্বকালের সর্বোচ্চ হল সোনার দাম। আজ দেশে ১০ গ্রাম সোনার দাম ৩৯,১৯৬ টাকা। আর রুপোর দাম রুপোর দাম প্রতি কেজিতে ঠেকেছে ৪৫,০৫৮ টাকায়। রূপোর দাম এক শতাংশ বেড়েছে। ২০১৬-র অক্টোবরের পর এটাই রূপোর সবচেয়ে বেশি দাম।

দেশের বাণিজ্যনগরী মুম্বইতে ১০ গ্রাম সোনার দাম ৪০ হাজার ছাড়িয়ে গেল। মুম্বইয়ে সোনার দর- প্রতি দশ গ্রাম ৪০,২২০ টাকা। গত সপ্তাহের উর্ধ্বগতিকে ধরে রেখে এই সপ্তাহের শুরুতেই নতুন রেকর্ড ছুঁয়ে ফেলল সোনা। দেশের বানিজ্যনগরী মুম্বইতে সোনার দরে আগুন।

শহরের সবচেয়ে বড় উৎসব গণেশ পুজোর ঠিক আগে সোনার দর ৪০ হাজার স্পর্শ করল। সপ্তাহ শুরু হতেই আজ সোনার দাম গিয়ে ঠেকেছে প্রতি ১০ গ্রামে ৩৯,১৯৬ টাকায়। মার্কিন যুক্তরাষ্ট্র-চিনের মধ্যে অস্থিরতার জেরে এত দাম বৃদ্ধি পেল বলে খবর। আরও খবর-আজিঙ্কা রাহানের সেঞ্চুরি, বুমরা-র সাঙ্ঘাতিক পাঁচে অ্যান্টিগায় ৩১৮ রানে জয় ভারতের, অধিনায়ক ধোনিকে স্পর্শ কোহলির

সোনার দাম আরও বাড়াতে পারে বলে আশঙ্কা। গত শুক্রবার সোনার দাম ২ শতাংশ সোনার দাম কমেছিল। নতুন করে ২৫ শতাংশ দাম বেড়েছে সোনার। বিশ্বজুড়ে ক্রমাগত বাড়তে থাকা সোনার চাহিদার কারণেই ভারতেও দাম বাড়ছে বলে মনে করছেন স্বর্ণ ব্যবসায়ীরা।