সোনার কলসির গায়ে হিরে, রুবির মতো বহুমূল্যেরল রত্ন খচিত ছিল তার গায়ে। দাম ছিল এক কোটি টাকারও বেশি। সেই বহুমূল্যের সোনার কলসি খোয়া গেল একটি ধর্মীয় অনুষ্ঠানে। সম্প্রতি ঘটনাটি ঘটে দিল্লির (Delhi) লালকেল্লা চত্বরে। সেখানে কয়েকদিন ধরেই জৈন ধর্মালম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছে। সেখানেই এক ব্যবসায়ী নিয়ে এসেছিলেন সোনার কলসি। সুযোগ বুঝে সেটি চুরি করে পালায় এক পুরোহিত। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করে ব্যবসায়ী। সেই ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে চলছে তল্লাশি অভিযান।
পুরোহিত চুরি করে সোনার কলসি
জানা যাচ্ছে, যে ওই কলসির মালিক ব্যবসায়ী সুধীর জৈন ধর্মীয় অনুষ্ঠানটি পরিচালিত করেন। আর যতদিন এই অনুষ্ঠান চলছে, ততদিন কলসিটি অনুষ্ঠানে নিয়ে আসতেন ওই ব্যবসায়ী। এদিনও পরম্পরা অনুযায়ী কলসিটি ধর্মীয়স্থানে নিয়ে আসেন। আর সকলের চোখের আড়ালে এক পুরোহিত ও কলসি নিয়ে পালিয়ে যায়। পরে যখন সকলের নজরে আসে তখন তাঁরা খোঁজাখুজি করলেও কলসিট পায় না।
কলসির বিশেষত্ব
তারপরেই পুলিশের দারস্থ হয় ব্যবসায়ী। এলাকার একটি সিসিটিভি ক্যামেরা অভিযুক্ত পুরোহিতের খোঁজ পাওয়া গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে সকলের অলক্ষে পিঠে একটি ব্যাগ নিয়ে পালাচ্ছে সে। ইতিমধ্যেই তাঁর নাম পরিচয় জানা গিয়েছে। এখন তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে, ৭৬০ গ্রামের সোনা দিয়ে বানানো কলসিতে ১৫০ গ্রামের হিরে, রুবি, চুনী, পান্নার মতো বহুমূল্যের রত্নখচিত করা ছিল।