নয়াদিল্লিঃ শখ করে গোয়ায়(Goa) বেড়াতে গিয়েছিলেন বছর ২০-এর হরিশ তানওয়ার। দিল্লির(Delhi) বাসিন্দা তিনি। রবিবার রাতে বাগা সমুদ্র সৈকতে(Baga Beach) তিন ডাকাতের(Robbers) পাল্লায় পড়ে প্রাণ হারান তিনি। জানা গিয়েছে, রবিবার রাতে একাই গোয়ার বিখ্যাত বাগা বিচে সময় কাটাতে গিয়েছিলেন হরিশ। সেই সময় তাঁকে আক্রমণ করে তিন ডাকাত। মাথায় বন্দুক ঠেকিয়ে সবকিছু লুঠ করে নেওয়ার চেষ্টা চালায় তারা। হরিশ তাদের বাঁধা দিলে তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে ডাকাতেরা। ইতিমধ্যেই এই ঘটনার তিন মূল অভিযুক্ত সাহিল কুমার, নূর খান এবং সুনীল বিশ্বকর্মাকে গ্রেফতার করেছে। উত্তর প্রদেশের বাসিন্দা নূর গোয়ার পাররা এলাকায় থাকত এবং ক্যালাঙ্গুট গ্রামে দর্জির কাজ করত সে। সাহিল উত্তরাখণ্ডের বাসিন্দা আর বিশ্বকর্মা নেপালের। ছোটবেলা থেকেই চুরির সঙ্গে জড়িত এই বিশ্বকর্মা, এমনটাই জানিয়েছে। এই তিন অভিযুক্তকে মঙ্গলবার সন্ধ্যায় মাপুসার ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসের আদালতে হাজির করা হয়েছিল। সেখানে তাদের চার দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত।
Delhi Man, 20, Stabbed To Death For Resisting Robbery Bid At Goa Beach https://t.co/oabDU0Noei
— NDTV (@ndtv) August 14, 2024