বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন ২৩ বছরের তরুণী। আর সেই কারণেই রাগের মাথায় তাঁকে খুন করল যুবক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায় (Mathura)। ঘটনার পর অবশ্য অভিযুক্ত পালিয়ে যাননি, বরং থানায় এসে আত্মসমর্পণ করেছে সে। তাঁর কথার ওপর ভিত্তি করে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তরুণীর মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই সেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাহুল রাজপুত নামে ওই যুবককে। যদিও বচসার জেরেই প্রেমিকাকে সে খুন করেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন মনিকা
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সিটি কোতোয়ালি এলাকার কৃষ্ণ নগর ফাঁড়ির অন্তর্গত রাধানগরে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের কাছে যে তথ্য উঠে এসেছে, সেই তথ্য অনুযায়ী রাহুল বিবাহিত। সে রাধানগর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর সঙ্গে সম্পর্কে জড়ায় মনিকা নামে ওই তরুণী। ওই এলাকাতেই একটি কসমেটিকের দোকানে কাজ করত সে। দুজনের মধ্যে কয়েকদিন আগেই সম্পর্ক হয়। এরমধ্যেই মনিকা তাঁকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে।
রাগের মাথায় খুন
অন্যদিকে, রাহুল নিজের বিয়ে ভাঙতে রাজি ছিলেন না। এই নিয়ে বৃহস্পতিবার দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই রাগের মাথায় মনিকার গলা টিপে খুন করে রাহুল। এরপর দেহটি ঘরে রেখেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। ইতিমধ্যেই রাহুল ও মনিকা দুজনের পরিবারকে তলব করেছেন তদন্তকারী আধিকারিকরা।