Ghulam Nabi Azad (Photo Credit: IANS)

নতুন দিল্লি, ২৯ অগাস্ট: কংগ্রেস ছাড়ার পর গুলাম নবি আজাদের মুখে নরেন্দ্র মোদী-র প্রশংসা। রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেস ছাড়ার পর জম্মু-কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি বললেন, আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব অমার্জিত ব্যক্তি। কিন্তু উনি মানবিকতা দেখিয়েছেন। আজাদের এই মন্তব্যের পর তাঁর বিজেপি-তে যোগদান নিয়ে জল্পনা চলছে। এমনকী আজাদ যদি নতুন দল খোলেন, তাহলেও বিধানসভা নির্বাচনে বিজেপি-র সঙ্গে জোট গড়ে লড়তে পারেন।

কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছাড়ার ইস্তফা পত্রে রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করেছিলেন আজাদ। এদিনও সেই সমালোচনা বজায় রাখলেন কংগ্রেসে থেকে মুখ্যমন্ত্রী থেকে দলের বড় পদ, কেন্দ্রীয় মন্ত্রী হওয়া আজাদ। আজাদ এদিন বললেন, "আমায় নিজের ঘর থেকেই জোর করে তাড়িয়ে দেওয়া হল। সোনিয়া গান্ধী-রাহুলের প্রতি আমার শ্রদ্ধা সব সময় থাকবে। রাহুল হবলেন ইন্দিরা গান্ধীর পরিবারের, রাজীব-সোনিয়া পুত্র, ব্যক্তিগতভাবে আমি ওর দীর্ঘায়ু কামনা করি। আমরা সবাই ওকে সফল নেতা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও তাতে আগ্রহী নয়।"আরও পড়ুন-বাড়ির মধ্যে বেআইনি ভিড় করে নামাজ পাঠ, মোরাদবাদ পুলিশের নিশানায় ২৬ জন

দেখুন টুইট

কংগ্রেসে থাকাকালীন মোদী-র সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার অভিযোগ নিয়ে আজাদ বললেন, "আমি নই , রাহুলই তো লোকসভায় নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেছিলেন।"