![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2024/06/Jairam-Ramesh-PM-Modi-380x214.jpg)
দিল্লি, ১৩ জুন: আন্তর্জাতিক ভাবমূর্তি 'হ্রাস' পেয়েছে। জনপ্রিয়তায় 'হ্রাস' পাওয়ায়, পুরনো ভাবমূর্তি ফেরৎ পেতেই এবার আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এডিএ জোটের প্রধান মুখ হিসেবে তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে মোদী বৃহস্পতিবার ইতালির উদ্দেশে উড়ে যান। জি ৭ সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী। জি ৭ (G7 Summit) সম্মেলনে যোগ দিতে মোদী ইতালির উদ্দেশে উড়ে যেতেই এমন মন্তব্য করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)।
পাশাপাশি ২০০৭ সালে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় জি ৭ দেখেছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর 'প্রভাবশালী' উপস্থিতি। যদিও মোদী এবার নিজের পুরনো ভাবমূর্তি উদ্ধার করতেই আন্তর্জাতিক সম্মেলনে হাজির হচ্ছেন বলে কটাক্ষ করা হয় কংগ্রেসের তরফে।
কংগ্রেস নেতার দাবি, মনমোহন সিং জি ৭ সম্মেলনে হাজির হয়েছিলেন 'গ্লোবাল সাউথের' কণ্ঠস্বর হিসেবে। যেখানে মোদী নিজের 'ফাঁপা আত্মগরিমা' পুনরুদ্ধারের জন্যই জি ৭ সম্মেলনে হাজির হচ্ছেন বলে কংগ্রেস নেতা জোরদার কটাক্ষ করেন।