Picture courtesy: ANI twitter

যোধপুর: একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (gas cylinder explosion) জীবন্ত ঝলসে মারা গেলেন ৪ জন। জখম হয়েছেন আরও ১৬ জন। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) যোধপুর (Jodhpur) শহরের কীর্তি নগর (Kirti Nagar) এলাকায়। জখমদের মহাত্মা গান্ধী হাসপাতালে (Mahatma Gandhi Hospital) নিয়ে এসে চিকিৎসা করা হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানানো হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনার খবর পেয়েই জেলা কালেক্টর হিমাংশু গুপ্তা হাসপাতালে গিয়ে জখমদের চিকিৎসার বিষয়ে ডাক্তারদের সবরকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাতা কা থান (Mata ka Than) পুলিশ স্টেশনের অন্তর্গত কীর্তিনগর এলাকার একটি বাড়িতে একাধিক সিলিন্ডার রাখা ছিল। ওই বাড়ির মালিক একটি সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস ট্রান্সফার (transferring of gas from one cylinder to another) করার সময় আচমকা আগুন ধরে যায়। তারপরই বিকট শব্দ করে ফাটতে থাকে বাকি সিলিন্ডারগুলি। এর ফলে ওই পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও এই দুর্ঘটনার কবলে পড়েন। খবর পেয়ে দমকলকর্মীরা গিয়ে ঘটনাস্থল থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করেন। আর জখমদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এপ্রসঙ্গে যোধপুরের ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) অমৃতা দুহান (Amrita Duhan) বলেন, ওই বাড়ির মালিক অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করত। শনিবার তার অসাবধানতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এভাবে জনবসতি এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার জমিয়ে রাখা যায় না। স্থানীয় পুলিশ ও প্রশাসন কেন এই ধরনের বিষয়কে আমল দিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরেই দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।