ছত্তিশগড়ে (Chhattisgarh) যৌথ বাহিনীর গুলিতে খতম ৪ মাওবাদী। শনিবার বিজাপুরের জঙ্গলের দক্ষিণ-পশ্চিম এলাকায় অভিযান চালিয়েছিল ডিআরজি ও রাজ্য পুলিশের যৌথ বাহিনী। এই অভিযানে এথনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জন নকশাল নেত্রী। এদের মধ্যে অধিকাংশেরই মাথার দাম ছিল। সকলকেই এখনও পর্যন্ত সনাক্ত করা গিয়েছে বলে দাবি ছত্তিশগড় পুলিশের। তবে তাঁদের নাম, পরিচয় বর্তমানে গোপন রাখা হয়েছে। এই হামলার জেরে পালিয়েছে বাকি মাওবাদীরা। তাঁদের খোঁজে অব্যাহত রয়েছে এনকাউন্টার অভিযান।
মৃত মাওবাদীদের মধ্যে ৩ জনের মাথার দাম ছিল
জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে বিজাপুরের দক্ষিণ-পশ্চিম অংশে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। আসলে এই এলাকার গভীর জঙ্গলে মাওবাদীদের গোপন ডেরা ছিল। এদিন সেখানেই অতর্কিতে হামলা চালানো হয়। পাল্টা গুলি চালায় মাওবাদীরাও। দুপক্ষের গুলি বিনিময়ে একে একে খতম হয় চার মাও নেতা। আর তাতেই গা ঢাকা দেয় বাকিরা। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ৪ জনের মধ্যে ৩ জনের মাথার দাম ছিল ১৭ লক্ষ টাকা।
উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র
তাঁদের থেকে উদ্ধার হয়েছে একাধিক ইনসাস ও এসএলআর রাইফেল। এছাড়া উদ্ধার হয়েছে রকেট লঞ্চার, ম্যাগাজিন, একাধিক কার্তুজ। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, গত এক বছরে ছত্তিশগড়ে ২২৫ জন নকশাল থতম হয়েছে। যার মধ্যে ২০৮ জনই বাস্তার ডিভিশনের বিজাপুর, বাস্তার, কাঙ্কের, নারায়ণপুর, দান্তেওয়াড়া, কোন্ডাগাঁও, সুকমা এলাকায় মৃত্যু হয়েছে।