দিওয়ালির আগে ফের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এবার তামিলনাড়ুর (Tamil Nadu) আভাদির কাছে থান্ডুরাইয়ের বিভাসায়া স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, বাড়ির মধ্যে বিপুল পরিমাণে আতসবাজি মজুত রাখা ছিল। বাড়ির সদস্যরা দিওয়ালির জন্য বাড়ির সামনে একটি দোকান খুলেছিলেন, সেই বাজি ফেটেই ভয়াবহ দুর্ঘনা ঘটে। মৃত্যু হয় চারজনের, আহত অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাঁরাই হতাহতদের ধ্বংসস্তুপ থেকে বের করে আনেন।
আতঙ্কিত এলাকাবাসীরা
পুলিশসূত্রে খবর, রবিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে। আচমকাই ভয়াবহ বিস্ফোরণে গোটা এলাকা কেপে ওঠে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে বাড়িটির ধ্বংসাত্বক অবস্থা দেখে থানা ও দমকলে খবর দেয়। এলাকাবাসীরা জানাচ্ছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির একাংশ ভেঙে পড়েছে এবং মৃতদের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।
ঘটনার তদন্ত জারি রয়েছে
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, বাড়ির মধ্যে নিষিদ্ধ বাজি বিপুল পরিমাণে মজুত ছিল। যে কারণে বিস্ফোরণের ভয়াবহতা এতটা ছিল। ঘটনাস্থলে এসে ফরেন্সিক বিভাগের আধিকারিকরাও তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে মৃতদের দেহল পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য