এবার ৪০০ পার। মোদী-শাহের এই স্লোগানকে কার্যত ভুল প্রমাণিত করতে চলেছে ইন্ডিয়া জোট। যে বিরোধীদের এতদিন ধরে কার্যত হেয় করেই যাচ্ছিলেন, তাঁরাই এখন গলার কাঁটা হয়ে উঠছে বিজেপি নেতৃত্বের কাছে। এখনও পর্যন্ত ২৯৯টি আসনে লিড করছে এনডি, যার মধ্যে ২৪১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ইন্ডিয়া জোট ২৯৬ টি আসনে এগিয়ে রয়েছে, যার মধ্যে ১০১টি আসন আপাতত দখলে রেখেছে কংগ্রেস। আর ২০টি আসনে এগিয়ে আছে নির্দল প্রার্থীরা।
বিজেপির এই অবস্থা দেখে কটাক্ষ শুরু করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath)। তিনি এদিন বলেন, বিজেপি এখানে যে আবহাওয়া তৈরি করতে চেয়েছিল তা ব্যর্থ হয়েছে। এখন কোনটা দুধ, কোনটা জল পরিস্কার হয়ে যাচ্ছে। ওদের হার নিশ্চিত হয়ে যাবে। যদিও একদিকে ইন্ডিয়া শিবির যখন ভালো ফল করছে তখন অন্যদিকে পিছিয়ে রয়েছে কমলের ছেলে নকুল নাথ। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন তিনি। এই প্রসঙ্গে কমল নাথ বলেন, মানুষের সিদ্ধান্তকে আমরা স্বীকার করে নিতে প্রস্তুত রয়েছে।
VIDEO | Lok Sabha Election Results 2024: "They (BJP) were trying to create an atmosphere but it's 'doodh ka doodh paani ka pani'," says former Madhya Pradesh CM and senior Congress leader Kamal Nath (@OfficeOfKNath) on poll trends.
On his son Nakul Nath trailing in Chhindwara,… pic.twitter.com/IvfKt5lsAA
— Press Trust of India (@PTI_News) June 4, 2024
মধ্যপ্রদেশের পাশাপাশি উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, বাংলা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে এখনও পর্যন্ত ভোট শতাংশের নিরিখে বেশ খানিকটা পিয়েছে রয়েছে এনডিএ। যা নিয়ে কার্যত চিন্তিত বিজেপি শিবির। যদি শেষ পর্যন্ত এরকমই ট্রেন্ড বজায় থাকে, তাহলে লোকসভাতে শক্তিশালী বিরোধী শিবির গঠন হতে চলেছে। যার পরবর্তীকালে বড়সড় সমস্যা পড়তে চলেছে মোদী-শাহরা।