Mithali Raj meets JP Nadda. (Photo Credits: T witter)

হায়দরাবাদ, ২৭ অগাস্ট: তেলঙ্গনা সফরে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কেসি আর-এর রাজ্যে পদ্ম ফোটাতে মরিয়া নাড্ডা তেলঙ্গনায় রাজ্য সরকার বিরোধী আন্দোলনে ঝড় তুলতে চাইছেন। বিজেপি-র লক্ষ্য তেলঙ্গনার বেশ কয়েকজন বড় সেলেবকে নিজেদের দলে টানা। এর মাঝেই  হায়দরাবাদ বিমানবন্দরের কাছে ভাগ্যনগরে এক পাঁচতারা হোটেলে নাড্ডার সঙ্গে দেখা করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়িকা মিতালি রাজ। জোর জল্পনা, মিতালী বিজেপি-তে যোগ দিতে পারেন। বছর দুয়েক আগে তেলঙ্গনার তারকা শাটলার সাইনা নেহওয়াল বিজেপিতে যোগ দিয়েছেন। এবার কি মিতালীর পালা? চলতি বছর জুনে ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনে অবসর ঘোষণা করেছিলেন মিতালী। বিজেপি সাংসদ হিসেবে আছেন দেশের বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। এবার কি আরও এক প্রাক্তন তারকা ক্রিকেটারকে বিজেপিতে দেখা যাবে?

এদিন সন্ধ্যায় মিতালী সহ বেশ কয়েকজন বড় সেলেবদের সঙ্গে বৈঠক করতে পারেন নাড্ডা। ক দিন আগেই মিতালী রাজের বায়োপিকে 'সাবাস মিতু'-তে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তাপসী পান্নু। তাপসী পান্নু আবার বলিউডে মোদী বিরোধী মুখ হিসেবে পরিচিত। আরও পড়ুন-দুবাইয়ে ভারত-পাকিস্তান মহারণ, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

দেখুন টুইট

তেলঙ্গনায় সরকার গড়তে মরিয়া বিজেপি সর্বশক্তি প্রয়োগ করে আসরে নেমেছে। কেসিআর-কে সরাতে তেলঙ্গনায় ঘাঁটি গাড়ছেন বিজেপি বড় নেতা-মন্ত্রীরা। কর্ণাটকের পর দক্ষিণের দ্বিতীয় রাজ্য হিসেবে ক্ষমতা দখল করতে তেলঙ্গনাকেই বেচে নিয়েছে বিজেপি। ক মাস আগে এখানেই বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী কেসি আর-এর ঘর ভাঙার কাজও শুরু করে দিয়েছে পদ্মশিবির।