ঘটনাটি ঘটেছে কোছিকোর জেলার ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের (Bank of Maharashtra) ভাদাকারা ব্রাঞ্চে। জানা যাচ্ছে, মাসখানেক আগে ওই ব্রাঞ্চে ম্যানেজার বদলি হয়েছে। দীর্ঘদিন ধরে এই ব্রাঞ্চে মধু জয়কুমার ম্যানেজার ছিলেন। তামিলনাড়ুর বাসিন্দা জয়কুমার বদলি হয়ে কোচিতে যান। আর তাঁর জায়গায় ভাদাকারা ব্রাঞ্চে আসেন ইরসাদ। তিনিই বৃহস্পতিবার থানায় অভিযোগ জানান যে তাঁর ব্যাঙ্কে ২৬ কিলো সোনা উধাও। আর সেই জায়গায় রয়েছে নকল সোনা। অভিযোগ, এই কোটি টাকার সোনা নিয়ে পালিয়েছেন জয়কুমার। অভিযোগ পেতেই তাঁকে ফোন করা হয়, কিন্তু তাঁর নম্বর সুইচ অফ।

ইরসাদ জানিয়েছেন, ব্যাঙ্কের দায়িত্ব পেতেই তিনি সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন। তিনি ব্যাঙ্কে যোগ দেওয়ার পরেও মাঝেমধ্যে পুরোনো ব্রাঞ্চে আসছিলেন জয়কুমার। প্রথমদিকে সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু পরে তিনি বন্ধক রাখা সোনাগুলি যাচাই করতে গিয়ে দেখেন যে সেগুলি নকল। এই বিষয়টি জয়কুমারের কানে যেতেই তিনি পুরোনো ব্রাঞ্চে আসা বন্ধ করেন। এবং তিনি আদৌ কোচির ব্রাঞ্চে যোগ দিয়েছেন কিনা সেই বিষয়েও সন্দেহ রয়েছে। সোনা চুরির ঘটনা সামনে আসতেই পুলিশে অভিযোগ জানায় ইরসাদ। যদিও এখনও জয়কুমারের হদিশ মেলেনি বলেই খবর। ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু  করেছে পুলিশ।