তেলাঙ্গানায় শুরু হয়েছে এক নাগাড়ে বৃষ্টি। হায়দরাবাদ-সহ তেলাঙ্গানার একাধিক জায়গায় জল জমতে শুরু করেছে। গোদাবরী নদীর জল যখন বাড়ছে,সেই সময় ভদ্রচালম নিয়ে চিন্তা বাড়তে শুরু করে প্রশাসনের। একটানা বৃষ্টির জেরে যখন গোদাবরীর জল বাড়ছে, সেই সময় তেলাঙ্গানার কাদ্দাম বাধের অবস্থাও বেশ ঘোরাল। ভারি বৃষ্টির জেরে কোদ্দাম জলাধারের জল ফুলে ফেঁপে উঠতে শুরু করেফলে যে কোনও মুহূর্তে বন্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। তেলাঙ্গানায় এক নাগাড়ে বৃষ্টির জেরে শুক্রবারও সমস্ত স্কুল বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।তেলাঙ্গানায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এ রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ৯টিকে অতি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বৃষ্টির জেরে পূর্ব এবং মধ্য তেলাঙ্গানার পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে খবর।
Visuals from Kaddam Dam as parts of #Telangana recorded Exceptionally Heavy Rainfall
Rainfall during last 24hrs
Laxmidevipeta 649.8mm
Chityal 616.5mm
Chelpur 475.8mm
Regonda 467.0mm
Mogullapally 394.0mm
Karkagudem 390.5mm#Jayashankar #Mulugu #Bhadradri #Kothagudem #Karimnagar pic.twitter.com/r3U9ugX61A
— Weatherman Shubham (@shubhamtorres09) July 27, 2023