দিল্লি, ১৪ জুলাই: অতি ভারি বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত প্রায় গোটা উত্তর ভারত (North India)। এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), পাঞ্জাব, হরিয়ানায়। বৃষ্টির জেরে বাড়ছে যমুনার জল। ফলে যমুনার জলে বিপর্যস্ত দিল্লি। শুক্রবার দিল্লিতে যমুনার জল রাজঘাট এবং সুপ্রিম কোর্টের প্রবেশ দ্বার পর্যন্ত পৌঁছে যায়। যমুনার জলের জেরে অবরুদ্ধ দিল্লির বেশ কিছু অংশ। যা নিয়ে চিন্তা বাড়ছে।
গত কয়েকদিনের অতি ভারি বৃষ্টির জেরে উত্তর ভারত ১৪৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।যার মধ্যে হিমাচল প্রদেশ থেকে মৃত্যুর খবর সবচেয়ে বেশি আসছে। এ রাজ্যে এখনও পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে ১৪ জন নিখোঁজ বলে জানান হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু।
হিমাচলের পাশাপাশি উত্তরাখণ্ডেও পরিস্থিতিও জটিল। যমুনার জল বাড়ছে দিল্লিতেও। তবে এখানেই শেষ নয়। আগামী ১৯ জুলাই পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ফলে হিমাচলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।