Accident Representative Photo (File image)

বিয়ে করতে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢোলে পড়ল হবু বর। শুক্রবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের সম্বলে (Sambhal) জুনাওয়াই এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহি বোলেরো গাড়ি সজোরে ধাক্কা মারল স্থানীয় একটি কলেজের দেওয়ালে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালক সহ ৫ জনের। যারমধ্যে পাত্রও ছিলেন। কার্যত জেসিবি মেশিন এবং গ্যাসকাটারের ব্যবহার করে গাড়িটি উদ্ধার করে, সেখান থেকে হতাহতদের দেহ উদ্ধার করা হয়।

জেসিবির মাধ্যমে উদ্ধার করা হল গাড়ি

জানা যাচ্ছে, এদিন সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ জুনাওয়াই থানায় খবর আসে দুর্ঘটনার। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। দেখা যায় ওই এলাকায় অবস্থিত জনতা ইন্টার কলেজের দেওয়াল ফুঁড়ে ঢুকে পড়ে গাড়িটি। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে চালক এতটাই জোড়ে গাড়ি চালাচ্ছিলেন যে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ঘন্টাখানেকের চেষ্টায় অবশেষে গাড়িটি উদ্ধার করে পুলিশ।

দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তে

এরপর আহতদের তড়িঘড়ি আলিগড় হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে তাঁদের চিকিৎসা চলছে। আহত ৫ জনের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃতদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। জানা যাচ্ছে, হতাহতরা সকলেই জুনাওয়াই থানার হরগোবিন্দপুর এলাকা বাসিন্দা।