রোহতক, ২৯ অক্টোবরঃ সামনেই কালীপুজো (Diwali 2024)। আর কালীপুজো মানে একদিকে যেমন আলোর উৎসব অন্যদিকে আতশবাজি (Firecrackers) কেনা-বেচার হিড়িক। ট্রেনে করে আতশবাজি নিয়ে যেতে গিয়ে ঘটে গেল সাংঘাতিক দুর্ঘটনা। চলন্ত ট্রেনের মধ্যে আতশবাজি ভর্তি ব্যাগ আচমকাই ফেটে যায়। বিস্ফোরণের জেরে আগুন লাগে যায় হরিয়ানা-দিল্লিগামী ট্রেনের কামরায়। ট্রেনের মধ্যে আগুন দেখা মাত্রই যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্কের সৃষ্টি হয়। চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেন কয়েকজন যাত্রী। ঘটনায় ৪ জনের আহত হওয়ার খবর মিলেছে।
জানা যাচ্ছে, রবিবার বিকেল ৪টে ২০ মিনিটে হরিয়ানার (Haryana) ঝিন্দ থেকে দিল্লির (Delhi) উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রেনের মধ্যেই এক যাত্রীর ব্যাগে প্রচুর পরিমাণে আতশবাজি ছিল। চলন্ত ট্রেনের মধ্যে কোন কারণে ওই আতশবাজি বোঝাই ব্যাগ ফেটে যায়। আর তার জেরেই ঘটে বিস্ফোরণ। ট্রেনে আগুন দেখা মাত্রই আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নামার জন্যে হুড়োহুড়ি শুরু করেন। কয়েকজন চলন্ত ট্রেন থেকে ঝাঁপও দেন। কিছুক্ষণের মধ্যেই চালকের কাছে খবর যায়। চালক তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন। সাম্পলা স্টেশনের কাছে দার করানো হয় ট্রেনটি। যাত্রীরা প্রাণের ভয়ে ট্রেন থেকে নেমে আসতে শুরু করেন।
চলন্ত ট্রেনে আতশবাজি ফেটে বিস্ফোরণ...
#WATCH | Rohtak, Haryana: An explosion occurred inside a bogie of Jind Delhi MEMU train pic.twitter.com/3xxOd0jD0Y
— NewsMobile (@NewsMobileIndia) October 28, 2024
রেল পুলিশ জানাচ্ছেন, আতশবাজি বিস্ফোরণের জেরে ট্রেনের একটি অংশে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে। চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে, ট্রেনের কোন বৈদ্যুতিক যন্ত্রে শর্ট-সার্কিট হয়েছিল যার ফলস্বরূপ আতশবাজি বিস্ফোরণটি ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিল্লি পুলিশের বম্ব ডিসপোসাল স্কোয়াড আসে সেখানে। তলাশি চালায় তারাও।