Fire (Representational image) Photo Credits: Flickr)

মুম্বই, ২১ এপ্রিল: মুম্বইয়ের পাঁচতারা হোটেলে বিধ্বংসী আগুন। মুম্বইয়ের (Mumbai) নাগপাড়া এলাকার রিপ্পন হোটেলে (Rippon Hotel) কোয়ারেন্টাইনে ছিলেন একাধিক করোনা আক্রান্ত রোগী। মঙ্গলবার সেই হোটেলেই বড়সড় আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। প্রাথমিক সূত্রে খবর, ওই হোটেলের লজিং রুমটি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

দমকলকর্মীরা জাতীয় সংবাদমাধ্যম সংস্থা এএনআইকে জানাচ্ছেন, 'তড়িঘড়ি সকল রোগীকে সরানো হয়েছে। এখনও উদ্ধার করার কাজ চলছে।' এখনও পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। যদিও কি থেকে এই অগ্নিসংযোগ। সেই ঘটনাটি এখনও স্পষ্ট নয়। আরও পড়ুন: ICMR Advises To Stop COVID-19 Rapid Test: দেশজুড়ে প্রতিটি রাজ্যে আগামী দু'দিন র‌্যাপিড টেস্ট স্থগিত রাখার নির্দেশ দিল আইসিএমআর

 দেশে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার বিকেলের স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৯৮৫। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৩। মারণ ব্যাধিকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩,২৫৯ জন। স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ১৫,১২২ জনের চিকিৎসা এখনও চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩২৯ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪ জনের।