নয়া দিল্লি, ১৪ জানুয়ারিঃ আদর্শ আচরণবিধি (Model Code of Conduct ) লঙ্ঘনের অভিযোগ উঠল দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীর (Atishi) বিরুদ্ধে। ভোটের মুখে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি পুলিশ। গত ৮ জানুয়ারি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করা হয়। জেলা নির্বাচন অফিসের (ডিইও) রিটার্নিং অফিসার অভিযোগটি ফরোয়ার্ড করার পরে স্থানীয় পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়।
আদর্শ আচরণবিধিতে নির্বাচনী প্রচারের সময়ে সরকারি যানবাহন ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু সত্ত্বেও তা ব্যবহারের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা ধারা ২২৩ (ক) (সরকারি কর্মচারীদের দেওয়া আদেশ অমান্য করার শাস্তি) এর অধীনে মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ৮ জানুয়ারি আতিশীর বিরুদ্ধে এমসিসি লঙ্ঘন এবং রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি যানবাহন ব্যবহারের অভিযোগটি গৃহীত হয়। এরপর ১১ জানুয়ারি গোবিন্দপুরী থানায় এফআইআর দায়ের হয়েছে। এফআইআর-এ নির্বাহী প্রকৌশলী সঞ্জয় কুমারের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।
আগামী ৫ ফেব্রুয়ারি, দিল্লির ৭৭ আসনে বিধানসভা নির্বাচন। ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে মনোনয়ন জমার প্রক্রিয়া। যা চলবে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার ১৪ জানুয়ারি নিজের মনোনয়ন পত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী অতিশী (Delhi CM Atishi)। দিল্লির কালকাজি বিধানসভা আসন থেকে মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী। এই আসনে অতিশীর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপি টিকিট দিয়েছে দিল্লির প্রাক্তন সাংসদ রমেশ বিধুরিকে। কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন আপ বিধায়ক অলকা লাম্বাকে।
কালকাজি আসনে মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী অতিশীঃ
#WATCH | Delhi CM & AAP candidate from Kalkaji Assembly constituency, Atishi files nomination at District Election Office pic.twitter.com/EyiLYRBuH6
— ANI (@ANI) January 14, 2025
মঙ্গলে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং এফআইআর নিয়ে মুখ খুললেন অতিশী (Atishi)। গেরুয়া শিবিরকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক মুখ্যমন্ত্রী বললেন, বিজেপি টাকা দিয়ে এই সমস্ত কিছু করাচ্ছে। কোন কিছু যাচাই না করেই এফআইআর দায়ের হয়েছে।