দিল্লি, ৪ জুলাই: করোনা (Corona) সংক্রমণ ফের বাড়ছে একটু একটু করে। গোটা বিশ্বের সঙ্গে ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার (COVID 19) চতুর্থ ঢেউ কি আছড়েপড়তে চলেছে বলে যখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, সেই সময় মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, কোভিড টিকা নেওয়ার পর মানুষকে কীভাবে সার্টিফিকেট দেওয়া যায়, সে বিষয়ে ভাবতে শুরু করেছে গোটা বিশ্ব। সেই সময় কোভিড সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, তা নিয়ে চিন্তায় আকুল ভারতের কিছু মানুষ। এভাবেই বিরোধীদের আজ কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
World is discussing how we managed to give COVID-19 vaccination certificates to people just after they got jabbed; but few people were focussed on why is there Modi's photo on these certificates: PM
— Press Trust of India (@PTI_News) July 4, 2022
প্রসঙ্গত টিকা নেওয়ার পর কোভিড ১৯ সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হচ্ছে, তা নিয়ে একাধিক প্রশ্ন তুলতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসকে। কোভিড ১৯ সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে একের পর এক প্রশ্ন তোলা হয় তৃণমূল কংগ্রেসের তরফে।
আরও পড়ুন: COVID-19: নতুন N95 মাস্কের সংস্পর্শে এলেই খতম করোনার জীবাণু, নয়া দাবি গবেষকদের
যা নিয়ে সোমবার মুখ খোলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।