উত্তরপ্রদেশের উন্নাওতে (Unnao Road Accident) মর্মান্তিক পথ দুর্ঘটনা। রাস্তার ধারে জঙ্গল পরিস্কার করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু ৪ শ্রমিকের। আহত ২ জন। ঘটনরা পর গাড়ি ছেড়ে পলাতক চালক সহ ৩ যাত্রী। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের ২৫৭ নম্বর স্টেশনের কাছে। পুলিশ ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থসল থেকে ঘাতক গাড়িটিও সরিয়ে ফেলা হয়েছে।
ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত
জানা যাচ্ছে, এদিন সকাল রাস্তার ধারে জঙ্গল পরিস্কার করছিলেন কয়েকজন স্থানীয় যুবক। তাঁদের মধ্যে কয়েকজন ডিভাইডারের ধারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সাড়ে ১১টা নাগাদ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্রামরত শ্রমিকদের ওপর চড়ে যায়। গাড়ির চাকার পিষ্ট হয়ে ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূর্ উল্টে যায় গাড়িটি। সেখান থেকে তিনজন বেরিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
ঘটনা তদন্তে নেমেছে পুলিশ
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালিন একজনের মৃত্যু হয়। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ জন। তাঁদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অন্যদিকে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।